শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

পূর্বের দাওরা পাশ ছাত্রদের পক্ষ থেকে ছোট্ট একটি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনাস বিন ইউসুফ

যদি দাওরা-হাদিসের সিলেবাসে আহামরি কোন পরিবর্তন আনা না হয় তাহলে অন্তত সর্বশেষ পাঁচ বছরের শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বার পরীক্ষা ছাড়াই সনদ দিয়ে দেয়া উচিত৷ কেননা বিভিন্ন সিমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই দ্বিতীয়বার দাওরা পরীক্ষা দেয়া অসম্ভব হয়ে পড়বে৷ অথচ, প্রতিযোগিতার এই মহাকালে যখন সনদের মান দিয়ে দেয়া হয়ে গেছে তখন সমাজে নিজের অবদান রাখতে যোগ্যতার পাশাপাশি এই সনদের প্রয়োজনও অনস্বীকার্য৷

তাছাড়া কর্মজীবন শুরু করার পর কিংবা ফিকহ/হাদীসে পিএইচডি করে পূনরায় মাস্টার্সপরীক্ষা দিতে গেলে আরও এক বছর সময় প্রয়োজন, যা অনেক মধ্যবিত্ত/নিম্নমধ্যবিত্ত বাবা-মার জন্য মেনে নেয়া কষ্টকর হবে ৷
অন্যদিকে যারা বাংলাদেশে একবার দাওরা-হাদীস (মাস্টার্স) শেষ করে দারুল উলুম দেওবন্দে গিয়ে দ্বিতীয়বার দাওরা পড়েছেন তাদের জন্য তৃতীবার মাস্টার্স পরীক্ষা দেয়া লাগতেছে৷

এসব দিক বিবেচনায় নিয়ে বেফাকের কাছে আমাদের (যারা রিসেন্টফাস্ট বছরগুলোতে দাওরাশেষ করে কর্মজীবন শুরু করেছি, কিংবা কোন বিষয়ে তাখাসসুস তথা পিএইচডি করছি-আমাদের) দাবি- অন্তত বিগত পাঁচ বছরে দাওরা-হাদীস সম্পন্ন করা ছাত্রদের জন্য ‘সনদ পেতে পূনরায় পরীক্ষা দেয়া’র সিদ্ধান্ত না নেয়ায় যুক্তিযুক্ত মনে করি।

উল্লেখ্য, চলতি বছরের তাকমীল (মাস্টার্স) পরীক্ষার পরিবর্তিত সময়ের রুটিনে দেখা গেছে শুধুমাত্র উলুমুল হাদীস বিষয়টি স্থগিত করা হয়েছে ৷ অর্থাৎ-আপাত দৃষ্টিতে সিলেবাসে বড় কোন পরিবর্তন পরিলক্ষিত হয়নি৷ সুতরাং এই দাবি মানতে আশা করি বেগ পেতে হবে না। 

প্রশ্নবাণে কওমি মাদরাসা : আমাদের নির্মম রসিকতা

এ বছরের দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা কি মাস্টার্সের মান পাবে?

কী বোর্ডের যুগে দাওরায়ে হাদিস সমাপনী ডায়েরি

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ