সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ঢাকায় চলাচলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আল আমিন

ঢাকায় চলাফেরা করতে চাইলে এসব বিষয়ে সতর্ক থাকুন

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাক্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।
.
২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষদেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।
.
৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানালোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা। এমনও বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।
.
৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথাবলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।
.
৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি-ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস,লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন তো ফেঁসে গেলেন।
.
৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত হয়।
.
৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থেকে ফেলে দেয়।
.
৮। লঞ্চ, বাস বা ট্রেন এ কোনো বগি তে কম যাত্রী থাকলে উঠবেন না। বিশেষ করে আপনি যদি মেয়েযাত্রী হন বা সাথে মেয়ে বা মহিলা যাত্রী থাকে ।
.
৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন যেমন মাওয়া ঘাট এ , তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না আর রাতে পার হবেন নাহ । কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানেবোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।
.
১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাস ডিপোর কাছ দিয়া , বা বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁতপেতে থাকে ছিনতাই এর জন্য।
.
১১) আপনি ব্যাংক থেকে টাকা তুলছেন , আপনাকে ফলো করবে একদল ছিনতাই কারি ? তারা সংঘ বদ্ধ ৮/১০ জন, বাসে উঠে বলবে আপনার কাছে থাকা পরিমান তাদের টাকা হারাইসে। ওদের লোক খুজবে , আপনার কাছে পাবে , আপনাকে ছিনতাইকারী বলে পেটাবে , আর টাকা নিয়ে যাবে !

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে

৭টি গোপন কথা যা আপনার স্ত্রী কখনও মুখে বলবে না

ঢাকায় নারীদের নামাজের স্থানের তালিকা

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ