রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আজ ইসলামী আন্দোলনের মহসমাবেশ; ঢাকা অভিমুখে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারনের দাবিতে আজ শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছে পীর সাহেব চরমোনাই এর  নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ । রাজধানীর বাইতুল মোকাররমে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে  ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে দলের কর্মী  সমর্থক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান ঢাকা অভিমুখে রওনা হয়েছেন।

জানা যায় , মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি হাতে  নেয়া হয়েছে । মহাসমাবেশ সার্বিক সফল করার লক্ষ্যে একটি মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি ও কয়েকটি সাব কমিটি গঠিত হয়েছে।

দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এর নেতৃত্বে, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদকে সদস্য সচিব, এবং আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকনসহ, ৪ যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমাকে সদস্য করে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি করা হয়েছে।

প্রসঙ্গ, সুপ্রিম কোর্টের সামনে নির্মিত গ্রিক দেবীর মূতি অপসারণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মএসূচি পালন করে আসছে। ধারাবাহিক  কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ এপ্রিল মহাসমাবেশ করার কথা।

[দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম]

এসএস/


সম্পর্কিত খবর