রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিদের অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসরাইলি কারাগারে বন্দীদের দুর্দশা ও শোচনীয় পরিস্থিতির জন্য অনশন করছে ফিলিস্তিনি বন্দীরা। এই অনশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতি।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি বলে বিবেচিত বারঘৌতিকে ৫টি হত্যার অভিযোগে কারাবন্দী রয়েছে ইসরাইলের কারাগারে। তাকে অন্যায়ভাবে বন্দি রেখেছ বলেই অনেকের ফিলিস্তিনিদের বিশ্বাস।
আশঙ্কা করা হচ্ছে এতে অশান্ত হয়ে পড়বে দখলকৃত পশ্চিম তীর। ইসরাইলের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ১হাজার ১৮৭ ফিলিস্তিনি কারাবন্দী অনশনে যোগ দিয়েছে।
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের আটক রাখা দুই পক্ষের মধ্যে বিবাদের অন্যতম প্রধান কারণ। ফিলিস্তিনিরা ইসরাইলি কারাগারে বন্দীদের রাজনৈতিক বন্দী হিসেবে বিবেচনা করে। ইসরাইল তাদের ইসরাইলি নাগরিকদের উপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে আটক করেছে।
এদের মধ্যে অনেকে তথাকথিত প্রশাসনিক ডিটেনশনে আটক হয়েছে। এর মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো অভিযোগ ছাড়া ছয় মাসের জন্য শুধু সন্দেহভাজন হিসেবে আটক করতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে গত বছরের শেষ পর্যন্ত ইসরাইলি কারাগারে ৭ হাজার ফিলিস্তিনি বন্দী আটক আছে।
সূত্র :  বিবিসি
-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ