সম্প্রতি পাকিস্তান সীমান্ত ঘেষে মার্কিন বোমা হামলায় শঙ্কা অনুবব করছে পাকিস্তান। আফগানিস্তানের নানগরহার প্রদেশে সর্ববৃহৎ অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে 'আইএস জঙ্গি ঘাঁটি' গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা।
আফগানিস্তানের নানগরহার প্রদেশ পাকিস্তানের একেবারে গা ঘেঁষে। সীমান্তের ওপারে রয়েছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। সীমান্তের তোরখাম চেকপোস্ট দিয়ে দু'দেশের নাগরিকরা আসা যাওয়া করেন৷ এলাকাটি দীর্ঘ সময় ধরে জঙ্গি কবলিত। প্রায়ই নাশকতায় রক্তাক্ত হয় পাকিস্তানের এই এলাকা।
নানগরহার প্রদেশে মার্কিন বোমা হামলায় পাকিস্তান 'চিন্তিত' বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর। ঘরের কাছে বৃহত্তম অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা। পাকিস্তানের রাজনৈতিক মহলের চিন্তা, এবার কি তবে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের কোনও এলাকা টার্গেট করেছে ওয়াশিংটন?
এসএস/