সিরিয়ায় পুনরায় হামলার পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার মিত্র বাহিনীর 'জয়েন্ট কমান্ড সেন্টার'।
কমান্ড সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। মার্কিন আগ্রাসন কখনোই সন্ত্রাসবাদ নির্মূলে মিত্র শক্তির অব্যাহত সংগ্রামে বাধা সৃষ্টি করতে পারবে না।
বিবৃতিতে আরও বলা হয়, "সিরিয়ার সব ভূখণ্ড মুক্ত করতে দেশটির সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থেকে লড়াই অব্যাহত রাখবে মিত্র শক্তি। আগ্রাসী শক্তি যেই হোক না কেন তার মোকাবেলায় লড়াই অব্যাহত থাকবে।" ইরান ও রাশিয়া বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ আমেরিকাকে দেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার মিত্র বাহিনীর জয়েন্ট কমান্ড সেন্টার আরও বলেছে, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আমেরিকা এবং এটি বিপজ্জনক পদক্ষেপ।সিরিয়ার মিত্র শক্তির বিবৃতিতে আরও বলা হয়েছে, "সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমরা অসচেতন নই। সিরিয়ায় আমেরিকার সব পদক্ষেপ ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এআর
সিরিয়া প্রশ্নে মুখোমুখি ইউএস-রাশিয়া
শাইখুল হাদীস রহ. এর হাতে কওমি সনদের স্বীকৃতির পতাকা