আওয়ার ইসলাম : সৌদি আরবের মসজিদে নববিতে নতুন ছয় ভাষায় কুরআনের অনুবাদ প্রকাশ করা হয়েছে। এ নিয়ে মসজিদে নববির উদ্যোগে মোট ৫৫ ভাষায় কুরআানের অনুবাদ প্রকাশ করা হলো।
নতুন ছয়টি ভাষা হলো, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের প্রচলিত পশতু ভাষা, তাজিকিস্তানের জাতীয় ভাষা তাজিক, পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার ভাষা ফুলানি, আফগানিস্তানের ভাষা দারি, নেপালের রাষ্ট্রীয় ভাষা নেপালি ও দাগবানি।
উল্লেখ্য, মসজিদে নববির উদ্যোগে পৃথিবীর বিভিন্ন ভাষায় কুরআনের অনুবাদ কাজ চলছে।
সূত্র : এনা
-এআরকে