আইএসের বিরুদ্ধে অভিযানের সময় আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা নিহত হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, জাঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে অভিযান চালানোর সময় শনিবার রাতে ওই সৈন্য নিহত হয়। খবর পার্সটুডের
আমেরিকার সেনাবাহিনী বলেছে, পূর্ব আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ওই মার্কিন সেনা নিহত হয়। তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে মার্কিন বাহিনী কিছুই জানায়নি।
পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশ এরইমধ্যে আইএসের দখলে চলে গেছে।
ওই সেনা নিহত হওয়ার পর মার্কিন বাহিনী প্রদেশের বিভিন্ন এলাকায় আইএসের অবস্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
২০১৫ সালের জানুয়ারি মাসে আইএস তাদের খোরাসান শাখার অস্তিত্ব ঘোষণা করে। আফগানিস্তান ও এর আশপাশের এলাকার পুরনো নাম খোরাসান। এই শাখা খোলার মাধ্যমে তারা প্রথম আরব বিশ্বের বাইরে নিজেদের অস্তিত্বের জানান দেয়।
আরআর
এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে: মুফতি মিযানুর রহমান সাঈদ