জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান (এফ) এর উদ্যোগে শতবার্ষিকী সম্মেলন আজ জুমার পর শরু হয়েছে। সম্মেলনে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেন পবিত্র কাবা শরিফের ইমাম শায়েখ সালেহ বিন ইবরাহিম।
তিন দিনব্যাপী সম্মেলন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত হয়েছেন।
জুমার খুতবায় কাবা শরিফের ইমাম শায়েখ সালেহ বিন ইবরাহিম বলেন, ইসলাম শান্তি-নিরাপ্ততা ও ভালোবাসার শিক্ষা দেয়। আল্লাহ ও রাসুল সা. এর শিক্ষায় এটিই গুরুত্বপূর্ণ। দীনের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করে সে কখনো সফল হবে না। মুসলমানদের মতানৈক্য তৈরি করা উচিত নয়।
তিনি আরও বলেন, এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং কুরআন ও রাসুলকে সফলতার পথ হিসেবে পাঠিয়েছেন। তিনি উলামায়ে কেরামকে সঠিক দীনের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মসজিদুল হারামের সম্মানিত ইমাম শায়খ সালেহ বিন ইবরাহিম ছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ আরশাদ মাদানী, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানি, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল ক্বাসিম নোমানী, মাওলানা যুলফিকার নক্বশবন্দী ও সায়্যিদ মাহমুদ মাদানীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে সম্মেলন অংশ নিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিন নেতা গত ২ এপ্রিল পাকিস্তানে পৌঁছেছেন। তারা হলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সূত্র: ডেইলি পাকিস্তান
দেওবন্দে জমিয়তের সর্বধর্মীয় ঐক্য সম্মেলন
‘ইলমি যোগ্যতা অর্জনের পাশাপাশি ছাত্র জমিয়তের কাজকে বেগবান কর’