রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


একমাসে ইয়েমেনে ৭০ বার হামলার নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yemen দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, গত একমাসে ইয়েমেনে ৭০ বার হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর পরই বিমান হামলার নির্দেশ দেন।

গত ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুন হামলা চালানো হয়েছে ক্ষমতায় বসার অল্প কিছুদিনের মধ্যেই।

চলতি সপ্তাহে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে মোট বিশ বার বিমান হামলা চালানো হয়েছে। আর এই হামলাগুলোর মধ্যে এক হামলায় ইয়েমেনে ৩০ জনের অধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, “ইয়েমেনে আলকায়েদাকে লক্ষ্য করে আমরা হামলা চালাচ্ছি। সন্ত্রাসী সংগঠনটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশের স্বার্থ বিবেচনায় এই হামলা চালানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে আমরা আলকায়েদা সেনাদের নিষ্ক্রিয় করতে ৭০ বার বিমান হামলা চালিয়েছি।”

বিশেষজ্ঞরা বলছেন, গত এক মাসে যতবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, গোটা ২০১৬ সালেও অতবার বিমান হামলা চালানো হয়নি। বিশেষ করে ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর