রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পয়লা বৈশাখে মোটরসাইকেলে ২ আরোহী নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

motor_saikelএবার পয়লা বৈশাখ সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসন। এর মধ্যে সারা দেশে বিকেল ৫টার মধ্য উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করা ও মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া নিষেধ।

সোমবার পয়লা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগও রাখা যাবে না।

আসাদুজ্জামান কামাল বলেন, পয়লা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মঙ্গল শোভাযাত্রার শুরুর পর মাঝ পথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে। ইভ টিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।

আরআর


সম্পর্কিত খবর