প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের সম্মান নষ্ট করছে। বোমা মেরে তারা দেশটাকে ধ্বংস করার পাশাপাশি ক্ষতি করছে জনগণের ভাবমূর্তির।
তিনি বলেন, এজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এসব খোঁজ-খবর রাখা।
বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিরা শুধু নিজেদের পরিবারই নয়, গোটা দেশের মান-মর্যাদা ধূলিসাৎ করে দিচ্ছে।
এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলেই জনগণ কিছু পায়। নৌকায় ভোট দিয়েই জনগণ দেশের স্বাধীনতা পেয়েছিল।
এর আগে ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরআর