আওয়ার ইসলাম : দুর্ঘটনা বা পোকার আক্রমণে যারা দাঁত হারিয়েছেন এবং কৃত্রিম দাঁত ব্যবহার করছেন, অজু গোসলের সময় কি কৃত্রিম দাঁত খুলতে হবে? না কি কৃত্রিম দাঁত লাগানো অবস্থায় অজু গোসল সহীহ হবে?
উত্তর হলো, অজু গোসলের সময় কৃত্রিম দাঁত খোলার কোন দরকার নেই। কৃত্রিম দাঁত লাগানো অবস্থায় অজু গোসল করলে অজু গোসল অবশ্যই সহি হবে। তবে কৃত্রিম দাঁতে যদি খাদ্য কণিকা জমে গন্ধ হয় তবে নামাজের পূর্বে তা ধুয়ে পরিষ্কার করে নেয়া ভালো। যদিও অজুর সাথে তার কোনো সম্পর্ক নেই।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।