আওয়ার ইসলাম : প্রিয় কারী বা হাফেজের তেলওয়াত শুনতে অনেকেই কুরআন তেলাওয়াতের ক্যাসেট বা সিডি সংগ্রহ করে থাকেন। সঙ্গে রাখেন। রাখেন পড়ার টেবিল, কম্পিউটার টেবিল ও আলমারিতে। অনেক সময় অজু ছাড়াও স্পর্ষ করতে হয় ক্যাসেট বা সিডি। কিন্তু অজু ছাড়া তা স্পর্ষ করার বিধান কী?
এ ক্ষেত্রে ইসলামের বিধান হলো, পবিত্র কুরআনের ক্যাসেট বা সিডি অজু ছাড়া স্পর্শ করা যাবে। কারণ, এটা লিখিত কুরআন নয়। বরং কুরআন তেলাওয়াতের কণ্ঠ বা আওয়াজ। তদুপরি পবিত্র কুরআনের সম্মানে কুরআনের ক্যাসেট বা সিডি অজু ছাড়া স্পর্শ না করাই উত্তম।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।