[caption id="" align="alignnone" width="826"] শিয়ারেব মসজিদ, কাতার[/caption]
স্থাপত্য শিল্পের জন্য মধ্যপ্রাচ্যের তিনটি মসজিদ ‘শ্রেষ্ঠ মসজিদ স্থাপত্য-আল-ফাউজান’ পুরস্কার লাভ করেছে। পুরস্কার হিসেবে মসজিদ তিনটি পেয়েছে ২ মিলিয়ন সৌদি রিয়াল।
আরব সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ১২২ মসজিদ জমা পড়ে। এগুলোর মধ্যে স্থাপত্য বিচারে শ্রেষ্ঠত্বের স্থান পায় কাতারের শিয়ারেব মসজিদ, সংযুক্ত আরব আমিরাতের শেখ সালামা মসজিদ এবং বাহরাইনের আরকেপিটা মসজিদ।
[caption id="" align="alignnone" width="813"] শেখ সালামা মসজিদ[/caption]
প্রতিযোগিতায় বিবেচনায় ছিল সৌদি আরবের ৭১টি মসজিদ, আরব আমিরাতের ১৫টি, বাহরাইনের ১১টি, আম্মানের ১৪টি, কাতারের ৮টি এবং কুয়েতের ৩টি মসজিদ।
[caption id="" align="alignnone" width="1400"] আরকেপিটা মসজিদ[/caption]
২০১৪ সাল থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আল-খাবারের অধিবাসী ধনকুবের শাইখ আবদুল লতিফ ফাউজান সুন্দর মসজিদ নির্ধারণে এ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেন।
আরআর
তুরস্ক : উসমানি খেলাফতের সমাধি থেকে আজ (১)