আওয়ার ইসলাম : হেফাজতে ইসলামের ৫ মে’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারশন। শনিবার বিকেলে দলের নীতি-নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির মহাসচিব এম এ আউয়াল (এমপি) এ তথ্য জানান।
‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করতে দিয়ে হেফাজত যে কর্মসূচি দিয়েছে, তাকে সরকারবিরোধী ও অনৈতিক’ বলে আখ্যায়িত করেন এম এ আউয়াল।
তিনি বলেন, ‘হেফাজত আরেকবার দেশে অশান্তি তৈরি করতে চায়। এ জন্যই তারা ২০১৩ সালের ৫ মে-এর মতো সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ৫ মে তরিকত ফেডারেশন ঢাকা শহরের প্রতিটি প্রবেশমুখে অবস্থান করবে। কোনোভাবে হেফাজতকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’
এম এ আউয়াল জানান, ‘বৈঠকে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’
সূত্র : বাংলা ট্রিবিউন
-এআরকে