শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mohammod nasimআওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। শুক্রবার বিকালে রায়গঞ্জে ‘রক্তাক্ত ভূইয়াগাতী দিবস’ স্মরণে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে অন্য কোনো ফরমুলা দিয়ে লাভ নেই। ভারত ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।’

‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে- যারা নির্বাচন বর্জন করে, তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ৬ মার্চ আইনশৃংখলা বাহিনীর গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা জসমত, আনন্দ, রানা ও বুলবুল নিহত হন। তাদের স্মরণে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

সূত্র : আমাদের সময় ডট কম

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ