সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের মজলিসে শুরার মিটিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masudআওয়ার ইসলাম : গত বুধবার বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনার উপর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের আগামী কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করে দেশের বরেণ্য আলেমেদ্বীনগণ বক্তব্য রাখেন।

এছাড়াও কওমী মাদরাসার সনদ, সিলেবাস ও পাঠ্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা এখানে উঠে আসে। কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদেরকে গতানুগতিক গণ্ডি থেকে বের করে সচেতন আলেমেদ্বীন ও যুগোপযোগী নাগরিক হিসাবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে প্রয়োজনে নতুন সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণয়নের প্রস্তাবও উঠে আসে।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশবরেণ্য আলেমেদ্বীন জিরি মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তৈয়্যবুল্লাহ দা.বা. সকলকে ইখলাস ও আখলাক্বিয়্যাতের সাথে কাজ করার জন্য জোর তাগিদ দেন।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সভাপতি বিশ্ববরেণ্য আলেমেদ্বীন আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ দা.বা. বলেন, সমাজ চাহিদার প্রেক্ষিতকে সামনে রেখেই বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সৃষ্টি। প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখতে হবে।

বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী দা.বা.এর পরিচালনায় মসলিসে শুরার সদস্যবৃন্দের মাঝে উপিস্থত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম দা.বা. মাওলানা আস‘আদ আল- হুসাইনী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারূফ, মাওলানা শরফুদ্দীন কাসেমী, মাওলানা মুসলেহ উদ্দীন কাসেমী, মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল্লাহ, মুফতি শফীকুল ইসলাম, মাওলানা সদরুদ্দীন মাকনুন ও মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।

-এআরকে

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ