আওয়ার ইসলাম : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে কোবরা সাপের ১২ পাউন্ড বিষসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত বিষের মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদ সোলাইমান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডির ৮/এ রোডের ৭২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। আজাদ সোলাইমান সাপারে বিষের ব্যবসা করেন। তার ফ্লাট থেকে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। সাপের বিষ তিনি বিদেশে পাচার করতেন।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপের বিষের ব্যবসা করা আইনত দণ্ডনীয়। এর আগেও র্যাব-পুলিশের হাতে সাপের বিষসহ কয়েক ব্যবসায়ী গ্রেফতার হয়েছিলেন। এরা বিদেশে সাপের বিষ পাচার করে। সাপের বিষ গবেষণাগারে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। এ ছাড়াও গুপ্ত হত্যা ও কারো শরীরে সাপের বিষ ঢুকিয়ে হত্যার কাজে আন্তর্জাতিক মাফিয়া সংগঠনগুলি ব্যবহার করে।
-এআরকে