আওয়ার ইসলাম : রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না হওয়া পর্যন্ত সকল ট্যানারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ট্যানারি কারখানাগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সকল ধরণের সেবা বিচ্ছিন্ন করারও নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়ে রায় দিয়েছিল। কিন্তু ঐ রায়ের পর এখনো ট্যানারিগুলো হাজারীবাগেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আবেদন দাখিল করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি 'বেলা'। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।
-এআরকে