ড. মুহাম্মদ ইউনুসের দেশবিরোধী ষড়যন্ত্র ও এনজিওদের ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধের দাবি জানিয়ে সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।
এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেন, ড. ইউনুস দারিদ্র বিমোচনের নামে গরিবের রক্ত চুষে খাচ্ছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক চড়া সুদে ক্ষুদ্রঋণ দিয়ে গ্রাম-গঞ্জের লাখ লাখ মানুষকে পথের ভিখারি বানিয়েছে। অবিলম্বে এই ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
মাওলানা আলতাফ হোসাইন বলেন, ইউনুস সাহেব বিদেশীদের কাছে শ্রদ্ধার পাত্র হতে পারেন। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাকে একজন সুদখোর মহাজন হিসেবেই ভাল করে চেনেন। এই দেশ থেকে তিনি অনেক নিয়েছেন। কিন্তু দেশের জনগণ তার থেকে অর্থনৈতিক শোষণ ও বঞ্চণা ছাড়া আর কিছুই পায়নি। এখন তিনি বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা তার বিচার চাই।
তিনি আরও বলেন, সেবার নামে বিভিন্ন এনজিও পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও উত্তরবঙ্গে সরলমনা মুুসলমানদের খৃষ্টধর্মে ধর্মান্তরিত করছে। তারা ইসলাম বিরোধী অপতৎপরতা চালিয়ে ইসলাম ধ্বংসের মিশন পরিচালনা করছে। এনজিওদের এসব অপতৎপরতার বিরুদ্ধে আলেম-উলামা ও দ্বীনদার জনতাকে সোচ্চার হতে হবে। এছাড়াও বক্তব্যে তিনি সরকারের কাছে ব্র্রাক, আশা, প্রশিকাসহ দেশী-বিদেশী এনজিওদের সকল কার্যক্রমে নজরদারী বৃৃদ্ধি ও তাদের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধের আহবান জানান।
ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারী জেনারেল মু. আবুল হাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দীন, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আরিফ হোসেন, আতাউল্লাহ, হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরএফ