ইমদাদ ফয়েজী: নবগঠিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আজ ৬ মার্চ সম্পন্ন হয়েছে। প্রথম নির্বাচন হলেও ভোটকেন্দ্রগুলো ছিল নিরুত্তাপ।
দিনভর বিভিন্ন সেন্টার ঘুরে কোথাও সরব উপস্থিতি পরিলক্ষিত হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
বিকাল ৪ টার পর শুরু হয় ভোট গণনা। সর্বশেষ তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ২০৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী মইনুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী, সিলেট জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি, আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮০০০ ভোট। নৌকা প্রতীকে আতাউর রহমান পেয়েছেন ১০০০০ হাজার ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ৩২৮০০ ভোট পেয়ে বিজয় পেয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক গয়াছ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান তালা প্রতীকে পেয়েছেন ২১১৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ২৫০০০ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন মুসলিমা আক্তার চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী মুক্তা পারভিন নৌকা প্রতীকে পেয়েছেন ১৬০৬০ ভোট।
এআর