আওয়ার ইসলাম : সম্প্রতি এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের জোটবদ্ধ হওয়ার খবরকে অস্বীকার করেছেন দলটির মহাসচিব মুফতি মাহফুজুল হক। তিনি বলেছেন, এরশাদের সঙ্গে আমাদের কোনো জোট হচ্ছে না। তার সঙ্গে এ ব্যাপারে কোনো যোগাযোগ বা কথা হয় নি।
বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দলের হুসাইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাতের ছবি মিডিয়ায় প্রকাশিত হলে গুঞ্জন ওঠে শায়খুল হাদিসের খেলাফত মজলিস এরশাদের জোটে যোগ দান করছে।
কিন্তু বিষয়টি অস্বীকার করেন মুফতি মাহফুজুল হক। তিনি আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন এরশাদের সঙ্গে আমাদের জোট গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয় নি।
[caption id="attachment_28256" align="aligncenter" width="761"] আলোচনার সূত্রপাত এ ছবি থেকেই[/caption]
গণমাধ্যমের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘এরশাদ বারবার জোট গঠনের কথা বলছে এবং এমন সময় আমরা তার সাথে দেখা করি। সম্ভবত এ কারণে মিডিয়ায় গুঞ্জন উঠেছে আমরা জোট করছি।’
তিনি আরও বলেন, ‘এরশাদের সাথে আমাদের সাক্ষাৎ ছিলো আমাদের গণসংযোগ কর্মসূচির অংশ। সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী গণসংযোগ করছে। গণসংযোগ ব্যতীত অন্য কোনো বিষয়ে আমাদের আলোচনা হয় নি।’
-এআরকে