ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখতে না দেয়ায় ফরিদপুরের ভাঙ্গায় মমিতা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সে এম এ ওয়াজেদ নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার এসআই নজরুল ইসলাম বলেন, গত রাতে মেয়েটি পড়ালেখা ফাঁকি দিয়ে স্টার জলসা সিরিয়াল দেখায় বাবা-মা তাকে বকা দেন এবং আর কখনো সিরিয়ালটি দেখতে নিষেধ করেন। এতে অভিমান করে গভীর রাতে মেয়েটি বাড়ির পাশে ছফেদা গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ গাছের সাথে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেয়েটির বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় স্টার জলসাসহ ভারতীয় তিনটি চ্যানেলের বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। কিন্তু সেই রিট আদালতে খারিজ হয়ে যায়।
সেই রিট আবেদনে বলা হয়েছিল, স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা ভারতীয় চ্যানেল তিনটিতে এমন সব অনুষ্ঠান প্রচারিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
গত বছরের এক জরিপ অনুযায়ী বাংলাদেশে নারীদের ৯০ শতাংশ টেলিভিশন দেখেন, কিন্তু এদের ৬০ শতাংশই দেখেন স্টার জলসা।