আওয়ার ইসলাম : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগ। স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে।
তিনি যুগান্তরকে বলেন, এ রায়ের ফলে সরকার বুলবুলকে তার পদ ও মর্যাদা ফিরিয়ে দেবেন এটাই আশা করি।
আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রায়ের প্রতিক্রিয়ায় বুলবুল যুগান্তরকে জানান, এ রায়ের ফলে মেয়র পদে ফিরতে তার সকল আইনি বাধার অবসান হল। এখন তিনি মেয়রের দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
শপথ নেয়ার পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল। সরকার বিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্ততঃ ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও রাজশাহী নগর বিএনপির সভাপতি হয়েছেন বুলবুল।
-এআরকে