সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট এর সামনে থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবিতে গণসচেতনতা তৈরির লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ নোয়াখালাী জেলা শাখার নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালাী জেলার সেক্রেটারী মাওলানা আব্দুল কাইয়ুম মামুন, সহ সেক্রেটারী মাওলানা শরীফুল্লাহ, সহ সেক্রেটারী মাওলানা মনির হুসাইন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, জেলা নির্বাহী সদস্য মাওলানা মহসিন, ছাত্র মজলিসের জেলা শাখার সেক্রেটারী মুহাম্মাদ বুরহান উদ্দীন প্রমুখ।
কর্মসূচী পালন কালে নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম প্রধান বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট এর সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন কারা হয়েছে কাহাকে খুশি করতে? কোন মুসলমান মূর্তি নির্মাণের এই কাজ সমর্থন করতে পারেনা। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ।
আরআর