ইমদাদুল হক ফয়েজী, সিলেট প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন- ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়। আমরা শান্তি চাই। সরকারও শান্তি চায়। তাই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই।
তিনি আরোও বলেন, আমাদের ওয়াহাবি বলা হয়। লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা টুপি পরি বলেই কি আমাদের ওয়াহাবি বলা হয়? এসব বলা কি ঠিক? তাহলে কেনো আমাদের ওয়াহাবি বলা হচ্ছে? আজ সারা বিশ্বে শুধু অশান্তি, অশান্তি। এর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চললে অশান্তি থাকবে না।
তিনি ইসলামের যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।
খলিফায়ে মাদানী রাহ. আল্লামা মাওলানা আব্দুল গফফার মামরখানি রাহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ফয়জে-আম মুন্সিবাজার, জকিগঞ্জ এর বার্ষিক মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইকরা টিভি ইউ কে'র অন্যতম আলোচক মুফতি আব্দুল মুনতাকিম ও মাওলানা রেজাউল করিম জালালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনায়েদ আল হাবিব, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর শায়খুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, জামিয়া দরগাহপুর সুনামগঞ্জ এর শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান, মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা আব্দুর রহীম আল-মাদানী, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রব প্রমুখ।
জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, আমেরিকা প্রবাসী গিয়াস আহমদ মজুমদার।
-এআরকে