আওয়ার ইসলাম : বোমা বিস্ফোরণের জন্য বিশ্বজুড়ে মিডিয়ার শিরোনাম হয় ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান। কিন্তু অবাক করার মতো তথ্য হলো বিশ্বের মধ্যে সব থেকে বেশি বোমা বিস্ফোরণ হয় ভারতে।
অন্তত গত দু’বছররে পরিসংখ্যান তাই বলছে। সম্প্রতি, এক সমীক্ষায় ন্যাশনাল বম্ব ডেটা এন্টার (NBDC) এই তথ্য প্রকাশ করেছে।
গত বছর ভারতে ৩৩৭টি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। NBDC জার্নাল ‘বম্বসেল’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ তে ভারতে ২৬৮টি বিস্ফোরণের ঘটনা ঘটে, ২০১৪ তে ১৯০টি, ২০১৩ তে ২৮৩টি ও ২০১২ তে ৩৬৫টি ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ইরাকের গত বছর বিস্ফোরণের সংখ্যা ২২১টি। পাকিস্তানে ১৬১টি আইইডি বিস্ফোরণ হয়েছে ২০১৬ তে। এছাড়া আফগানিস্তানে ১৩২টি, তুরস্কে ৯২টি, থাইল্যান্ডে ৭১টি, সোমালিয়ায় ৬৩টি ও সিরিয়ায় ৫৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
২০১৫ তে ইরাকে ১৭০টি, পাকিস্তানে ২০৮টি, আফগানিস্তানে ১২১টি, ইরাকে ১৭০টি ও সিরিয়ায় ৪১টি বিস্ফোরণ হয়।
দেশের মধ্যে সবথেকে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, কেরল, মনিপুর, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম
-এআরকে