ইমদাদ ফয়েজী, সিলেট
খাদিমুল কোরআন পরিষদ সিলেটের ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গতকাল রাতে শেষ হয়েছে।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে পৃথক পৃথকভাবে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি, মাওলানা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা শায়খ মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী, মাওলানা শায়খ আব্দুল বাছিত বরকতপুরী।
তাফসীর পেশ করেন, মাওলানা শায়খ নূরুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি শায়খ আবুল কালাম জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।
শেষ দিন তাফসীর পেশ করেন, মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলি, মাওলানা ফরিদ উদ্দীন ফেনী, মুনাযিরে যমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতীবে বাঙ্গাল আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ওলিপুরী বলেন, 'আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যাখ্যা অনুযায়ী ঈমানের মৌলিক বিষয়সমূহের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনোও বিকল্প নেই। আল্লাহ সর্বত্রব্যাপী, আম্বিয়ায়ে কেরাম নিস্পাপ এবং নিজ নিজ রওজায় জীবিত, সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত- এগুলোর পরিপন্থী বিশ্বাসের মাধ্যমে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। লা- মাজহাবি নয়, রাসূলের সা. ভাষ্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং তার অনুসারীরাই মুক্তিপ্রাপ্ত দল। সুতরাং আমাদেরকে এদলের অন্তর্ভুক্ত হতে হবে।
প্রখ্যাত বুযুর্গ শায়খ মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
আরআর