আওয়ার ইসলাম : আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সুনামগঞ্জে আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আজ শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ এ মোনাজাতে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দোয়া করা হয়।
গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জ শহরতলির আবদুল জহুর সেতুর পাশে সুরমা নদীর পাড়ে খোলা মাঠে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে তাবলিগ জামাতের সাথীরা অংশ নেন।
সুনামগঞ্জ ইজতেমা আয়োজক কমিটির প্রধান মাওলানা আনোয়ার মোসাইন জানান, মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির সমাগম হয়েছে। এ বছর ১২ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন ছিল। গত দুই দিনের মতো আজকেও শান্তিপূর্ণভাবে লাখো মুসল্লি জমায়েত হন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ মোট চার হাজার ৩৮৮টি জামাতে ১২ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ওই সব মুসল্লিসহ আখেরি মোনাজাতে আজ ১৫ লক্ষাধিক লোক দোয়া করেন। আগামীতেও আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হবে।
-এআরকে