আওয়ার ইসলাম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজান দেওয়ার সময় খুন হলেন মতলব পৌরসভার দশপাড়া এলাকার কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের ইমাম ফজলুল হক (৯০)। খবর বিডি নিউজ
তিনি মতলব বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক ধর্মশিক্ষক।
জানা যায়, আজান দেয়ার সময় একই এলাকার বিপ্লব (৩৫) নামের নামের এক যুবক লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বিপ্লবকে আটক করেছে।
মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার ইমাম হত্যার অভিযোগে পুলিশ বিপ্লবকে আটক করে। সে মাদকাসক্ত বলেও জানান তিনি।
ওসি কুতুব এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ফজলুল হক বৃহস্পতিবার দুপুরে মসজিদে আজান দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এসে বিপ্লব লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। চিৎকার শুনে লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
ফজলুল হকের মেয়ে নাসিমা বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে। পেছনে এ উদ্দেশ্য কাজ করতে পারে। আমি আমার বাবার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরআর