শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন

জমি নিয়ে বিরোধে মাদরাসার খাবারে বিষ: ৫১ শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasa_haspatalবরিশাল: জমি নিয়ে বিরোধের পর মাদরাসার খাবারে বিষ প্রয়োগের ঘটনায় বরিশালে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষকসহ ৫১ ছাত্র।

জেলার উলালঘূনীর ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল এ ঘটনা ঘটে। শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ ৫০ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, খাবারের ভাজি ও লাউ তরকারি খেয়ে প্রথমে তাদের পেটে ব্যথা অনুভব হয়। পরে একে তারা টয়লেটে যেতে যেতে গুরুতর অসুস্থ হয়ে পরে।

মাদরাসার ইংরেজি শিক্ষক মো: জসিম উদ্দিন বলেন, তাদের খাবার বাসি বা পঁচা ছিল না। স্থানীয় একটি মহলের সাথে মাদরাসার সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনার নেপথ্যের কারণ বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক মেডিকেল টিম পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: এএফএম শফিউদ্দিন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: দেলোয়ার হোসেন বলেন, ‘৫১ জন রোগী ভর্তি হবার পর তারা চিকিৎসা দিচ্ছেন। রাতভর তাদের কলেরা স্যালাইন পুশ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একাধিকবার টয়লেটে যাওয়া ও বমি হওয়ার কারণে রোগীদের শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে।’

আরআর

ফ্রি সময়গুলো কাজে লাগান, শিখে রাখুন সাংবাদিকতার বেসিক 

journalism_cors4


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ