শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত: মাওলানা রেজাউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rejaul_haque3ইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলার মতবিনিময় সভা আজ ৭ ফেব্রুয়ারি বাদ মাগরিব ছাত্র মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও পশ্চিম জেলা সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক বলেন, ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত। একা একা ইবাদত করলে সওয়াব কম। সম্মিলিতভাবে করলে সওয়াব বেশি। একা নামায আদায়কারী এক রাকআতে এক রাক'আতের সাওয়াব পায়। জামাতের সাথে আদায় করলে এক রাকা'আতে সাতাইশ রাকা'আতের সাওয়াব পাওয়া যায়। সুতরাং ইসলামি আন্দোলনের কাজ একা করলে সাওয়াব একভাগ আর জামাতবদ্ধভাবে করলে সাওয়াব বেশি। তাই দ্বীনের কাজকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, জামেয়া মাদানিয়া শাখার বায়তুলমাল সম্পাদক হাফিয মিজানুর রহমান, আতিকুর রহমান রহ. জোনের সভাপতি হাফিয আবু আনাস, অলিউর রহমান, আখাতার, আবুতাহের, খালেদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ