আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়ার ডাক বিভাগের প্রধান নির্বাহী আহমদ ফাহুয়ার। ডাক বিভাগের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন ২০১০ সালে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গত এক বছরে তিনি প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করেছেন। যার মধ্যে ৪.৪ মিলিয়ান ডলার বেতন এবং ১.২ মিলিয়ন ডলার বোনাস হিসেবে দেয়া হয়েছে।
আহমদ ফাহুয়ারকে প্রদত্ত অর্থ দেশটির প্রধানমন্ত্রীর বেতনের চেয়েও দশগুণ বেশি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির রাষ্ট্রীয় ডাক অপারেটরকে আহবান জানিয়েছেন, যেনো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর ভূষিত এ বেতন পুনর্বিবেচনা করা হয়।
টার্নবুল বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে ফাহুয়ারের পারিশ্রমিক খুবই বেশি।’
অস্ট্রেলিয়ান পোস্ট ব্যাপারটিকে আমলে নিয়ে জানিয়েছে গত বছর প্রতিষ্ঠানটিকে ক্ষতির হাত থেকে লাভের পথে ফেরানোয় ফাহুয়ারকে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ডলারের অতিরিক্ত বোনাস প্রদান করা হয়।
এছাড়া বেতনের পাশাপাশি পেনশনসহ আরোও আনুষাঙ্গিক সুবিধা ভাতাও দেয়া হয়।
অস্ট্রেলিয়ার পোস্ট বিভাগের চেয়ারম্যান জন স্টেনহোম মিডিয়ায় আহমদ ফাহুয়ারকে নিয়ে যে উন্মাদনা চলছে তার সমালোচনা করে বলেন, এখানে কোনো অসৎ উদ্দেশ্য ও গোপন করার কিছু নেই। আমরা প্রতিবছর যথাযথভাবে হিসেব জমা দিয়েছি। ২০১৫ ও ২০১৬ অর্থ বছরের হিসেব নিয়ম অনুযায়ী প্রদান করা হয়।
-এআরকে