এর আগে ৩১ জানুয়ারি এ ঘটনায় বিচারিক প্রতিবেদন গ্রহণ করে তার ওপর আদেশের জন্য ৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের কিছু সদস্য সরাসরি জড়িত। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।
পরে পুলিশ-র্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ ঘটনায় হাইকোর্টে গত নভেম্বরে পৃথক রিট করা হয়। এর মধ্যে তিনটি সংগঠনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৭ নভেম্বর হাইকোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন।
-এআরকে