আওয়ার ইসলাম : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রবীণ সৈনিক এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ড্রাইভার কর্নেল নিজামুদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ১১৭ বছর৷
ভারত স্বাধীন করার স্বপ্নে নেতাজীর সঙ্গেই তিনি প্রাচ্যের রণাঙ্গনে অংশ নিয়েছিলেন৷ ১৯৪৩-৪৫ সাল পর্যন্ত ছিলেন নেতাজীর সহযোদ্ধা৷ আজাদ হিন্দ বাহিনীর কর্নেল পদ পেয়েছিলেন তিনি৷
জীবিত অবস্থায় কিংবদন্তী হিসেবে পরিচিত হন কর্নেল নিজামুদ্দিন৷ ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের একজন৷ উত্তরপ্রদেশের আজমগড় জেলার মুবারকপুরেই থাকতেন প্রবীণতম এই স্বাধীনতা সংগ্রামী৷ বার্ধক্য জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷
বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে৷ এই বিতর্কের জট খোলে নি৷ তবে কর্নেল নিজামুদ্দিনের দাবি ছিল, স্বাধীনতার পাঁচ দিনের মাথায় অর্থাৎ ২০ অগস্ট ১৯৪৭ সালে সুভাষচন্দ্রের সঙ্গে দেখা হয়েচিল৷ বার্মা (মায়ানমার)- তেই এই সাক্ষাৎ হয়েছিল৷ এমনই জানিয়েছিলেন তিনি৷
প্রয়াত কর্নেল নিজামুদ্দিনের স্ত্রী জেবউন্নিসার বয়স বর্তমানে ১০৭ বছর৷
-এআরকে