রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ইরাকে বছরের প্রথম মাসেই হতাহত ১৩২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraq_hamlaআওয়ার ইসলাম: চলতি ২০১৭ সালের প্রথম মাসেই ইরাকে সন্ত্রাসীদের হামলায় ৪০৩ জন নিহত ও ৯২৪ জন আহত হয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এ তথ্য দিয়েছে।

জানুয়ারি মাসে ইরাকে বেসামরিক মানুষ মারা গেছে ৩৮২ জন এবং বেসামরিক নাগরিক আহত হয়েছে ৯০৮ জন। তবে ইরাকের বাগদাদ প্রদেশ সন্ত্রাসবাদের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে ৫৭২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২৮ জন এবং আহত হয়েছে ৪৪৪ জন। এরপরেই রয়েছে নেইনাভা প্রদেশ। সেখানে নিহত হয়েছে ১৮৭ জন ও আহত হয়েছে ২৮৫ জন।

এছাড়া, সালাহউদ্দিন প্রদেশে মারা গেছে ৩০ জন আর আহত হয়েছে ৪৫ জন। ইউএনএএমআই’র দেয়া তথ্য অনুযায়ী, আনবার প্রদেশে মোট ১৪৩ জন হতাহত হয়েছে যার মধ্যে মারা গেছে ২২ জন এবং আহত হয়েছে ১২১ জন।

ইসলামিক স্ট্যাট এবং বিভিন্ন জোট এখানে বর্বর হত্যাযজ্ঞে লিপ্ত।  তবে ভয়াবহ এসব হামলার পরও ইরাকের জনগণের মনোবল অটুট রয়েছে বলে ইউএনএএমআই’র রিপোর্টে দাবি করা হয়েছে।

পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ