আওয়ার ইসলাম : মসজিদুল হারামের সম্মানিত ইমাম ড. শায়খ আশ শুরাইম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন গণসচেতনতা তৈরিতে কাজ করছে, তেমন সমাজে রয়েছে তার ভয়াবহ কু-প্রভাব। যেমন সামাজিক যোগাযোগ মাধ্য ইসলামি জীবনাচার ও মুসলিম সমাজের ঐতিহ্য ধ্বংস করছে।
আরব টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধন সম্পদ ও আধুনিক প্রযুক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ। কিন্তু আমাদের ভুল ব্যবহারের কারণে তা ধ্বংসের কারণ হয়ে উঠছে। তা ইসলামি জীবন ও মুসলিম সভ্যতাকে ধ্বংস করছে।
সূত্র : কুদরত নিউজ
-এআরকে