রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

সাইকেল রেসে প্রতিযোগীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো হোন্ডার নিচে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saikelআওয়ার ইসলাম: ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় শীতকালীন সাইকেল প্রতিযোগিতা। প্রতিযোগিতার একটি ন্যাক্কারজনক ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

অন্যদের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তরুণ সাইক্লিস্ট তানভীর মুহাম্মদ। রেস চলাকালীন তাকে পাশের প্রতিযোগী ধাক্কা দিয়ে ফেলে দেন। পাশেই চলছি একটি বাইক। বিপদজনকভাবে বাইকের সঙ্গে মাথা জড়িয়ে গেলে মারাত্মকভাবে আহত হন তানভীর।

তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরের পাকা রাস্তায়।

ইউটিউবে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে, প্রতিযোগিতা চলাকালীন একজন প্রতিযোগীকে রেসের সময় ইচ্ছাকৃতভাবে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তবে এ ভিডিও প্রকাশ্যে আসার পরও প্রভাবশালীদের কারণে অপরাধী আড়ালেই থেকে যাচ্ছেন।

প্রশ্ন উঠেছে নির্দিষ্ট ট্র্যাকের পরিবর্তে পাকা রাস্তায় সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করায়। স্যোশাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, এটা যেন সাইকেল রেস নয়, বুল ফাইট। শান্তিপ্রিয় এ খেলায় এমন ন্যাক্কারজনক ঘটনায় বিচার চেয়েছেন বহু সাইক্লিষ্ট।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু, সহ-সভাপতি ইকরামউজ্জমান, সেখ বাহাউদ্দিন রিটু, পারভেজ হাসান এবং ক্লাবের সাধারণ সম্পাদক লাজুল করিম কস্তুরী।

এ ঘটনায় বিডি সাইক্লিষ্ট্রের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত হয়েছি। বাংলাদেশের সাইক্লিষ্টরা বিশ্ব রেকড গড়েছেন সেখানে এ ধরনের ঘটনা খুবই অন্যায়। আমাদের ও দেশের সম্মান নষ্ট করবে। অচিরেই এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার কামনা করি।

এব্যাপারে সাইক্লিস্ট তানভীর মুহাম্মদ জানান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আন্ডারে যেসব ক্লাব এবং টিম রেস করে থাকে, সেসব টিম স্পোর্টস টিম হলেও তাদের আচরণ ও মেন্টালিটি মারাত্মক রকমের নন-স্পোর্টিং। ক্রীড়া-কর্মকর্তারা নূন্যতম বেতনে তাদের খেলোয়ারদের দিয়ে মারামারি করিয়ে রেস জিতে টাকা কামাই করে। ফলে আজ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের কোনো আয়োজনে দেশের নাম তুলে ধরতে পারেনি তারা। যেখানে আমাদের অনেক অ্যামেচার রেসার দেশের গণ্ডি পেড়িয়ে বিশাল গর্ব বয়ে নিয়ে এসেছেন। তাদের এই নন-স্পোর্টিং মেন্টালিটি চেঞ্জ করা এখন সময়ের দাবি।

ভিডিও

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ