সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

স্কুল শিক্ষার্থীর পিঠে হাঁটলেন উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2458আওয়ার ইসলাম : এবার শিক্ষার্থীদের পিঠে চড়ে সমালোচিত হলেন এক জনপ্রতিনিধি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ছবিটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে সর্ব মহলে।
 গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী।

‘শিক্ষার্থীদের অনুরোধে’ শিক্ষার্থীদের মানবসৃষ্ট সেতুর উপর দিয়ে জুতা পায়ে হেঁটে যাওয়ার কথা দৈনিক সমকালের কাছে স্বীকার করেছেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে নূর হোসেন পাটওয়ারী বলেন, 'আমি গত ৩০ জানুয়ারি নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করি। ওইদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পদ্মা সেতু নির্মাণ করছেন তার প্রতি সন্তুষ্টি জানিয়ে আমাকে মানবসৃষ্ট সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানায়। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীদের অনুরোধে আমি তাদের পিঠের ওপর কিছু সময় হাঁটি।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের পিঠে হাঁটার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি তাদের নিষেধও করেছিলাম। কিন্তু তাদের জোরালো অনুরোধে আমি সাড়া দিতে বাধ্য হই।'

এ ব্যাপারে বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সবুজ হোসেন বলেন, 'গত সোমবার আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এতে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেনকে মানবসৃষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানাই। সেই প্রেক্ষিতে তিনি আমাদের পিঠের ওপর হাঁটেন।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, 'সোমবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন প্রধান অতিথি ছিলেন। প্রতিবছরই আমরা ডিসপ্লে প্রদর্শন করি। এবারের ডিসপ্লেতে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করে তাকে শিক্ষার্থীরা হাঁটার অনুরোধ জানায়। তাতে তিনি সাড়া দেন।'

হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া বলেন, 'শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা খুবই লজ্জা ও দুঃখজনক বিষয়। এতে শিক্ষার্থী তথা শিক্ষা সমাজের প্রতি অবমূল্যায়ন হয়েছে।'

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ