আওয়ার ইসলাম: রঙিন কুরআন ছাপা নিষেধ করেছে মিশরের আল আজহারের অন্তর্গত ইসলামি গবেষণা পরিষদ। ডিক্রি জারির মাধ্যমে ফ্যান্টাসি ও নিয়ন রঙের কুরআন কুরআন প্রিন্টের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর ইকনা
জানা যায়, সম্প্রতি আরবি কিছু দেশে বিশেষ করে সিরিয়া, লেবানন, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে নিয়ন রঙ্গের প্রিন্টকৃত কুরআন বিক্রয় করা হচ্ছে। পবিত্র কুরআনের এসকল রঙিন পাণ্ডুলিপি প্রিন্টের ব্যাপারে মুসলিম বিশ্বের কিছু পণ্ডিত, ফকিহগণ ভিন্ন ভিন্ন মত প্রদান করছেন। কেউ কেউ এসকল কুরআন প্রিন্টের পক্ষে কথা বলছেন এবং কেউ কেউ বিরুদ্ধে কথা বলছেন।
পবিত্র কুরআনের রঙ্গিন পাণ্ডুলিপি প্রিন্টের প্রথম থেকে আল-আজহার ইসলামিক সেন্টার এর বিরোধিতা করে আসছে। এসকল পাণ্ডুলিপি বাজারে বিক্রয়ের ক্ষেত্রেও এই ইসলামিক সেন্টারটি সম্মতি প্রদান করেনি।
এ ব্যাপারে ২২ জানুয়ারি মিশরের ইসলামি গবেষণা পরিষদ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমদ আত-তায়্যিব-এর নেতৃত্বে একটি আলোচনা সভা সম্পন্ন করে। এই সভায় আল-আজহারের আলেমগণ রঙ্গিন পৃষ্ঠায় কুরআন প্রিন্টের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেন।
গবেষণা কমিটির সভাপতি এবং আল-আজহার ইসলামিক রিসার্চ কাউন্সিলের লেখক 'শেখ আব্দুজ জাহির' এ ব্যাপারে বলেন, আল-আজহারের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কুরআনের আয়াত শুধুমাত্র কালো কালি দিয়ে লেখা হবে এবং আয়াত লেখার জন্য যে পৃষ্ঠা ব্যবহার করা হবে সেটিও শুধুমাত্র সাদা অথবা ক্রিম রঙ্গের হতে হবে।
তিনি বলেন, এই সিদ্ধান্তের পবিত্র কুরআনের মর্যাদার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। অতএব, পবিত্র কুরআনের প্রিন্টের জন্য সকল প্রকার রঙ্গিন কাগজ এড়িয়ে চলতে হবে।
শেখ আলা আব্দুজ জাহির বলেন, বাজার থেকে রঙ্গিন কুরআন সংগ্রহ করার ক্ষমতা আল আজহার ইসলামি গবেষণা পরিষদের নেই। এই বিষয়টি নিষেধাজ্ঞা আর্টওয়ার্কের সাথে সম্পর্কিত।
আরআর