জামিল আহমদ: ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া’ তেজগাঁও রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ কমপ্লেক্স-এর বার্ষিক মাহফিল আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার তেজগাঁও রেলওয়ে ষ্টেশন চত্তর অনুষ্ঠিত হবে৷
সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত উলামা-মাশায়েখ উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ দ্বীনী বয়ান রাখবেন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও দেশী-প্রবাসী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হবে৷
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্বা জনাব আলহাজ্জ আসাদুজ্জামান খান (কামাল) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর খলিফা ও দানবীর আলহাজ্জ এম.এম এনামুল হক সাহেব চেয়ারম্যান আমিন মোহাম্মদ গ্রুপ।
প্রথম দিন বয়ান পেশ করবেন আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুর, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী, আল্লামা ইয়াহইয়া মাহমুদ মুহতামিম দারুল উলুম বণশ্রী ঢাকা। মাওলানা সাইফুর ইসলাম ফারুকী নায়বে মুহতামিম অত্র জামিয়া।
দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা ড. মুশতাক আহমদ সাহেব শায়খুল হাদিস অত্র জামিয়া, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মিরপুরী, মওিলানা হাবিবুর রহমান আকন্দ সাহেব নাজিমে তা‘লিমাত আত্র জামিয়া।
মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও কামিয়াবীর জন্য দোআ কামনা করছেন মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়েজী।
এআর