সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

নাটোরে শুরু নারী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nari_ijtemaআওয়ার ইসলাম: নাটোরে শুরু হয়েছে নারী ইজতেমা। অনেকের কাছে নতুন মনে হলেও এ ইজতেমা এটিই প্রথম নয়, ১১ তম।

মঙ্গলবার সকাল থেকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়। স্থানীয় সমাজসেবক হাজী শের আলী শেখ ব্যক্তিগত উদ্যোগে এই ইজতেমার আয়োজন করে আসছেন।

ইজতেমায় অংশ নিয়েছেন কয়েকশ নারী।

প্রথম দিন সকাল ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এদিন মূল আলোচক ছিলেন পাবনার পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, নাটোরের মাওলানা ওবায়দুল্লাহ বিন ওয়াহেদ ও বগুড়ার হাফেজা রাবেয়া বসরী।

বক্তারা পারিবারিক ও ব্যক্তিজীবনে নারীদের পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে বয়ান করেন।

ইজতেমা সঞ্চালনার দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু সাঈদ ও প্রভাষক রেহেনা পারভীন।

ইজতেমার তিনদিনই স্থানীয় এবং আমন্ত্রীত নারী-পুরুষ বক্তাগণ ধর্মীয় আলোচনা করবেন। দূর-দুরান্ত থেকে আগত নারীদের কলেজের মহিলা হোষ্টেলে নিরাপদে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমা মুনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী সমাগম হবে বলে আশা করছেন তারা।

পুলিশ জানায়, নারী ইজতেমায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরুষ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত নারী পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে।

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ