সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইমামের বেতন চাওয়ায় দুই গ্রুপের সংঘর্ষ; আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4গোপালগঞ্জ: মসজিদের ইমামের বেতন চাওয়ায় বেঁধে গেল ভয়ঙ্কর সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ জন আহত হয়েছে। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানীর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর জাজিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মসজিদের ইমামের বকেয়া টাকা চাওয়া নিয়ে সেলিমুজ্জামান শেখ ও শওকত মোল্লার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সময় সংঘর্ষে শওকত মোল্লা (৪০), রিপন মোল্লা (৩৫), বাকিয়া মোল্লা (৩২), আতিয়ার রহমান মোল্লা (৩৩), বিল্লাল মোল্লা (৩০), নেওয়াজ সিকদার (২৮), লিটন মোল্লা (৩০), মাহমুদ মোল্লা (৩০), জাপান শেখ (২৮), এলাহী মোল্লা (২৮), পিকুল মোল্লা (২৬), বাবুল মোল্লা (২৬) ও সোহাগ মোল্লাসহ (২৬) উভয়পক্ষের  অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ