ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে জেলে থাকায় তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ইউপি চেয়ারম্যানে আঁখিকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
ওই পত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদ আইন ২০৯-এর ধারা ৩৪ (১) অনুযায়ী ক্ষমতার আওতাভুক্ত অপরাধ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হিসেবে ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এআর