শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

জাপানে প্রদত্ত ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য সম্পর্কে যা বললেন কবি মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Masudআওয়ার ইসলাম: সম্প্রতি জাপানে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্যোশাল মিডিয়ায় এর ব্যবচ্ছেদ করছেন অনেকেই। এরই প্রেক্ষিতে প্রাচ্যবাদ বিশেষজ্ঞ কবি মুসা আল হাফিজও মতামত ব্যক্ত করেছেন।

জাপানের ওই সম্মেলনে মাওলানা ফরীদ উদ্দীস মাসঊদ তার বক্তব্যে বলেছেন, ‘জিহাদ তাকে বলে, যা আল্লাহর দেওয়া কুরআনের যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজের নফসের (আত্মার) সাথে যুদ্ধ করে। খারাপ কাজ থেকে দূরে রাখে।’

সমালোচনা করে কবি মুসা আল হাফিজ বলেন, এ হচ্ছে ইসলামের প্রাচ্যবাদী পাঠ। প্রাচ্যবাদ বরাবরই ইসলামকে নতুনভাবে সংঙ্গায়িত করে। ইসলামের প্রতিটি পরিভাষাকে আপন জায়গা থেকে সরিয়ে দেয়। মোসাদ-সিআইএ ব্রান্ডিং করে যে ইসলামের, সে খোদা প্রদত্ত 'ইসলাম' এর প্যারালাল ইসলাম।

কুরআন-সুন্নাহ একটি বিষয়কে যেভাবে দাঁড় করায়, এখানে দাঁড় করানো হয় ভিন্ন জায়গায়। ফলে ইসলামের নতুন আরেকটি রুপ তৈরি হয়। নতুন রুপটি আদি ও অকৃত্রিম 'ইসলাম'কে চ্যালেঞ্জ করতে থাকে। এভাবেই তত্তিয় যুদ্ধে এগুতে থাকে খ্রিস্ট্রিয়-জায়নবাদী ডক্ট্রিন। এ ডক্ট্রিন প্রাচ্যবিদদের ঘাড়ে সওয়ার হয়ে দুনিয়াময় ঘুরে বেড়ালেও মুসলিম কণ্ঠে তার প্রতিধ্বণি নতুন নয়।

এই তো আরেকবার শুনলাম। মাসউদ সাহেব যা বলেছেন, শরিয়ার ভাষ্য নয়, এতে উচ্চারিত হয়েছে যারা তাঁকে আমন্ত্রণ করেছেন, তাদের পছন্দের ভাষ্য। জিহাদ অবশ্যই সন্ত্রাস নয়। আইএস, জেএমবি যা করছে, তা অবশ্যই জিহাদ নয়। কিন্তু ফরীদ উদ্দীন মাসউদ সাহেব যেভাবে জিহাদকে পেশ করেছেন, তা অবশ্যই যথার্থ নয়।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ