আওয়ার ইসলাম : মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি চারশো নতুন ইসলামি নিদর্শনের জনগণের জন্য উন্মুক্ত করেন।
তিনি গত বুধবার মিউজিয়াম অব ইসলামিক আর্ট, কায়রোর একটি প্রদর্শনী হলে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের বাহক নিদর্শনগুলো উন্মুক্ত করেন।
দীর্ঘ সংস্কারের পর নিদর্শনগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
প্রদর্শিত নিদর্শনগুলো আরব ও অনারব মুসলিম দেশগুলো থেকে সংগৃহিত বলে জানিয়েছে, জাদুঘরের প্রধান ইলহাম সালাহ।
তিনি আরও বলেন, নিদর্শনগুলোতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন হয়েছে। তবে আমরা খুশি যে, ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ নিদর্শনগুলো জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে।
উন্মুক্ত করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, পঞ্চম হিজরি শতকের একটি আংটি, নবম হিজরি শতকের দেয়াল চিত্র, অষ্টম হিজরি শতকের মেহরাব, অষ্টম হিজরি শতকের কুরআন শরীফ ও অষ্টম হিজরি শতকে নির্মিত কাবা ঘরের একটি চাবি।
উল্লেখ্য, মিশরে মিউজিয়্যাম অব ইসলামিক আর্ট ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
সূত্র : বিবিসি
-এআরকে