শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত

টিভিতে মগ্ন ডাক্তার, রোগীর মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv5রাজবাড়ী: রাজবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নুর ইসলাম ভুইয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর ইসলাম সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে।

নুর ইসলামের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই (নুর ইসলাম) বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন। বারবার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এর প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসেন। তার কিছুক্ষণ পর নুর ইসলাম মারা যান।

তিনি অভিযোগ করে বলেন, 'ডাক্তারদের অবহেলার কারণেই নুর ইসলাম মারা গেছেন।'

এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে যুগান্তরকে জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ