আওয়ার ইসলাম : ভারতের সুপ্রিম কোর্ট চার্চের বিবাহ-বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করেছে। ভারতের সর্বোচ্চ আদালত চার্চের ‘বিবাহ-বিচ্ছেদকে’ সুপ্রীম কোর্ট বৈধ বলে মানবে না বলে জানিয়ে দিয়েছে৷ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই দাবিতে যে পিটিশন দেওয়া হয়, তা খারিজ কর দেয়৷
আদালত পরিষ্কার জানিয়েছে, ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী, স্বীকৃতি প্রাপ্ত আদালতই এই বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিতে পারে৷ অর্থাৎ, কেউ যদি চার্চের বিবাহ-বিচ্ছেদের ওপর ভিত্তি করে পরবর্তীকালে আবার বিবাহ করে তাহলে তা অবৈধ বলে ধরে নেওয়া হবে৷
বহুজনকে এই বহুগামিতার জন্য আইনি মামলার সম্মুখীন হতে হয়েছিল৷ সে মামলার শুনানির সময় সরকার এই পিটিশনের বিরোধিতা করে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট এবং ভারতীয় বিবাহ-বিচ্ছেদ আইন প্রথম থেকেই চালু রয়েছে৷ আর বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত মামলা এবং তার বিচার এদের মাধ্যমেই হওয়া উচিৎ৷
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
-এআরকে