আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি জায়াগায় ১২টি মার্কেট ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তপক্ষ।
মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসি’র মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত মেয়র আনিসুল হক তথ্যগুলো ধরেন। তিনি আরও বলেন, পাশাপাশি ১৪১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।
রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এসব ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেছেন জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, ইতিমধ্যে এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।
ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো- গুলশান কাঁচা মার্কেট ও গুলশান পাকা মার্কেট (গুলশান-২), খিলগাঁও কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কাওরান বাজার আড়ৎ ভবন, কাওরান বাজার ১নং আড়ৎ ভবন, কাওরান বাজার কাঁচা কিচেন মার্কেট, কাওরান বাজার আড়ৎ ভবন ২, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, গাবতলীর প্রান্তিক সুপার মার্কেট ও আমিনবাজার ট্রাক টার্মিনাল মার্কেট।
সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
-এআরকে